Categories
Basic Grammar

Introduction of basic grammar

বর্তমান পৃথিবীতে ইংরেজি ভাষা শিখাটা যে কতটা গুরুত্বপূর্ণ তা বলার উপেক্ষা রাখে না । ছাত্রজীবনে যেমনি ইংরেজী ভাষাটা একটা সাবজেক্ট ঠিক তেমনি আজকাল কর্মজীবনেও ইংরেজীটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে ।
যাইহোক, কেনো ইংরেজী ভাষাটা ভালোভাবে শেখা দরকার তা নিয়ে আর কথা বাড়াবো না।
এখন একটু বলতে চাই, কেনো আপনি আমাদের এখান থেকে ইংরেজী শিখবেন?
বাজারে ইংরেজী শেখার জন্য শত শত বই আপনি হাতের নাগালেই পাবেন। আর যদি আপনি গুগলে সার্চ করেন, ইংরেজী শেখা নিয়ে তাহলে দেখবেন যে হাজার হাজার তথ্য আপনি পেয়েগেছেন। তারপরও কেনো ইংরেজীতেই আমাদের সমস্যাটা থেকেই যায়। সমস্যাটা বইয়ে বা আমাদের শিক্ষাব্যবস্থার নয়, সমস্যাটা আমাদের নিজেরদের আর তা হলো অনুশীলন করার মত মাধ্যম না পাওয়ায় সমস্যাটা আমাদের থেকেই যায়। তাই আমরা আপনাকে এতটুকু বলতে পারবো, ইনশাআল্লাহ্‌ আমাদের সাথে লেগে থাকলে ইংরেজী নিয়ে আর কোন সংশয় থাকবে না। পরিক্ষায় তো নির্ভয়ে পাস করবেই সেই সাথে দৈনন্দিন জীবনেও কোথাও কথা বলতে গিয়ে সমস্যায় পড়বে না।
আমরা আপনাকে নিয়ে কীভাবে আগাবো?
প্রথমত, আমরা শুরুর দিকেই আপনাকে বলবো না যে আপনি বেশি বেশি ইংরেজী পত্রিকা পড়েন , বিবিসি নিউজ শুনো। কারণ এসব আপনার জন্য না। আপনার আগে দরকার বেসিক ইংলিশ গ্রামারটা জানা ভালোকরে শেখা, যাতে সহজেই এবং অল্প সময়েই ইংরেজী শিখতে পারেন। আর আমরা প্রচুর পরিমাণে অনুশীলন করব সেইসাথে অনেক অনেক পরীক্ষা নিব আপনার । যাতে আর কোথায় কোথায় ভুল আছে, কতটুকু শিখতে পারলে এটা যাতে আপনি

বুঝতে পারেন।
সাধারণ ব্যাকরণ (Basic Grammar) বলতে গ্রামারের কতটুকু আপনাকে শিখাই লাগবে?

Sentence(বাক্য)

Parts of Speech (পদ প্রকরণ)

Tense(কাল)

Voice (বাচ্য)

Narration(উক্তি)

ইংরেজি ব্যাকরণ (English Grammar) এর কোন বিকল্প নেই। আর এ লক্ষ্যকে সামনে রেখে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি ইংরেজি ব্যাকরণের যথেষ্ট বাস্তবিক উদাহরণসহ সহজতম ব্যাখ্যা। এখানে, আপনারা ইংরেজি ব্যাকরণের সবগুলো বিষয় খুব সহজেই খুঁজে পাবেন কেননা প্রতিটা বিষয়ই যথাযথ ক্রমানুসারে সাজানো রয়েছে। এটি তৈরি করতে আমরা অক্লান্ত পরিশ্রম করেছি যাতে আপনারা খুব সহজেই বাংলায় পড়ার মাধ্যমে English Grammar এর সকল মৌলিক বিষয়গুলোসহ খুঁটিনাটি বিষয়গুলোও বুঝতে পারেন।